করোটির যাবতীয় হাড়
খালেদ হোসাইন
স্বপ্নবিদ্ধ জলাশয় প্রতীক্ষায় মরে যেতে যেতে
দূর এক বনাঞ্চলে ম্রিয়মাণ ডানা ঝাপটায়,
যেখানে হরিৎ আলো শৈবালের অন্তরঙ্গে জ্বলে,
সেখানে ফড়িং-ঠ্যাং আটকে থাকে জিগার আঠায়।
গলনালি চেপে ধরে বাস্তবের বহুমাত্রিকতা
স্মৃতিশূন্য জলছাপ দৃষ্টিকে আচ্ছন্ন করে তোলে
লবণাক্ত প্রতিবিম্ব— ঢোল-কলমির সারা গায়ে
মোহকে প্রণয় ভেবে দৈনন্দিন অগ্নিগর্ভে দোলে।
চৈতন্যের নদী-পাড়ে করোটির যাবতীয় হাড়
খুঁজে ফেরে মধুকাল, বটঝুরি, কর্পুরের ঘ্রাণ
শিরোনামহীন যত রাত্রির চোখের পাতা জ্বলে
কুক্ষিগত দানাপানি কখনও পায়না এই প্রাণ।
আদি-অন্তহীন বৃত্ত—অভ্যন্তরে জ্যামিতিক রেখা
সরীসৃপ-প্রতিচ্ছায়া প্রথম সত্তার মতো একা।