হয় উদার পৃথিবী দে নয়তো নিকৃষ্ট জীবন
এ্যালকোহলে চাঁদের প্রতিবিম্ব দেখতে পারবো না
আমি ডুব দেবো ওতে
সব হিসাবের খেল চুকিয়ে সাঁতার কাটবো
জুয়ায়–জীবন জুয়ায়;
হয় মুখে অন্ন দে নয়তো সমস্ত আকাশ
পেট চেপে ধরে আমি ছবি আঁকতে পারবো না
আমি ঘুমিয়ে যাবো
সব হিসাবের খেল চুকিয়ে স্বপ্ন দেখবো
অন্ধকার–গাঢ় অন্ধকার;
হয় চোখে আগুন দে নয়তো নীরব নেশা
খোল করতালের আওয়াজে ঘুম ভাঙাতে পারবো না
আমি ডুব দেবো
সব হিসাবের খেল চুকিয়ে হারিয়ে যাবো
কুয়াশায়–আবছা কুয়াশায়;
হয় তোর সঙ্গ দে নয়তো কালো মোষের রক্ত
অযথা তোকে দেখে তান্ত্রিক হতে পারবো না
আমি চিৎকার করবো