ক্ষুধা ও শস্যের ভাষা
পড়ে আছে
আমাদের সামনে।
আমি এর মাঝামাঝি
নিরক্ষর মিশে থাকি
তারাঘাসের গায়ে।
দেয়ালে দেয়ালে
কীসব গ্রাফিত্তি;
রূপকথার হৃদয় চুরি যায়,
কোথায় যায়!
আকাশের
সাদানীল বিছানায়
মেঘের চিতারা সব
অপেক্ষায় থাকে
কখন আসবে
আগুন ;
শেখাবে তাদের
জ্বলে উঠার ব্যাকরণ;
কারক-সমাস।