আমি তোমাকে পাব। যখন থেকে জানি
সৈনিকের যুদ্ধ শার্ট হ্যাঙারে নয়
তোমার গায়েই আছে নীল সেনানী!
বাইরে রোদ উঠছে। ঘরে আগুন।
অনাদরে শুকোচ্ছে উঠোনে বেদনার শাড়ি।
কার্নিশে উলুঝুলু বেড়ালটা চুরি করে এনেছে মুমুদের মাছ!
আমি তোমাকে পাব।
যখন থেকে জানি সৈনিকের যুদ্ধশার্ট খনো খোলো না তুমি। পার করে
দাও প্রস্তুত থেকে জাফরানী রাত!
যেনবা দ্রিম দিদ্রিম ঢাকে সর্বদা দশমী!
যুদ্ধসজ্জায় তোমাকে দেখে আমার গোপন দুঃখ জলে ছেড়ে দিতে ইচ্ছে
করে। ওসব থাক—
আমি তোমাকে পাব। আমার সারা অঙ্গ আজ পতঙ্গ হয়ে যাক!