Archives

কাক-সেমিনার

 

ফল ও মাংসের দোকান লোভনীয় খুব!

সেমিনার শেষ হলে উড়ে এসে কাক

ছড়ানো ছিটানো টুকরো মাংস—

আধপচা ফলগুলো ঠুকরে ঠুকরে খাক।

হাওরে অন্ধ হাঁস

হাওরের হাহাকারে ছড়িয়ে আছে

চোখবাহিত অশ্রুকণা—

পচাধানে জড়িয়ে ধরলে পায়ের আঙুল

উন্মাদ বুক চাপড়ে অট্টহাসি দেয়।

সমূহ সোনা ডুবে গেলে জলের ভেতর—

অন্ধ হাঁস হয়ে বসে থাকতে হয়!

ছায়াচিন্তা

যে ছায়ার ভেতর দিয়ে হাঁটি

সে ছায়া ছুঁয়ে আছে মাটি—

 

কুঠার হাতে নদীর কিনারে এসে

দেখি মৃতনদী

আলো হাতে পথের কিনারে এসে

দেখি অন্ধকার পথ

কই কোথাও তো কোনো ছায়া দেখি না!

 

যে ছায়ার ভেতর দিয়ে হাঁটি

সে ছায়া ছুঁয়ে আছে মাটি—

 

আকাশের দিগন্তে এসে দেখি

মাটিতে পুঁতে নেই আকাশ

অরণ্যের গহীনে গিয়ে দেখি

ফুটে নেই ডুমুরের ফুল

কই কোথাও তো কোনো প্রতিচ্ছবি দেখি না!

 

যে ছায়ার ভেতর দিয়ে হাঁটি

আহা সে ছায়া ছুঁয়ে আছে মাটি!