আলগা মেঘের উপর যতদূর চোখ যায়—আমি ভাসমান
তোমাদের শীতকাল দিয়ে গেছে আধখানা হিমের আদল
আধখানা বরফ আকারে সমুদ্র এখনো টানে—
বরাবর ক্ষয়ের ইশারায় ডাকে ত্রিকাল-হাওয়ারা
আমাদের হারাবার গল্প এইভাবে লিখে রেখেছিল
হয়তো শিশির-খেকো ঘাসফুল, নীল নদী, তারা
হতে পারে কাটাহাতের নিঃসঙ্গ রক্তেরা…
তুমি দিচ্ছ হাততালি, ডালিম যেভাবে ফুটে লিখে রাখে
রক্তবর্ণনা…