জলের সিঁড়িতে পা রাখতে আমার বড় ভয় হয়
কখন গড়িয়ে পড়ি
নিমজ্জিত হই
কিংবা বুদবুদ ফেনায়
বেজায় গরম জলের গড়ানে
ভেসে মরি!
শাওলার সিঁড়িতে পা রাখতে আমার বড় ভয় হয়
অথচ তৃষ্ণা সংবরা মাছ
সময়-অসময়ে কাছে ডাকে।
নামতা শেখায় জলের…
জলের সিঁড়িতে পা রাখতে আমার বড় ভয় হয়
কখন গড়িয়ে পড়ি
নিমজ্জিত হই
কিংবা বুদবুদ ফেনায়
বেজায় গরম জলের গড়ানে
ভেসে মরি!
শাওলার সিঁড়িতে পা রাখতে আমার বড় ভয় হয়
অথচ তৃষ্ণা সংবরা মাছ
সময়-অসময়ে কাছে ডাকে।
নামতা শেখায় জলের…
আলোচনা