দৃষ্টি নত করেছো বলে কিছুই দেখতে পাচ্ছো না, একথা বিশ্বাস করি না…
অন্ততপক্ষে পায়ের আঙ্গুল… চোখ বুজলে দেখা যায় আরও অধিক…
মাঝে-মাঝে কৌতূহল হয় নিদ্রা ও জাগরণের ভেতর
কীভাবে মানুষ হয় জারুল-জামরুল…
মাঝে-মাঝে ইচ্ছে হয় জেনে নেই কীভাবে প্রিয় হয় মানুষেরর ভুল…
প্রেমে ও কামে মানুষ নত হয়। তবুও তখন অন্ধ থাকে সব…
তবে দেখতে পায় চতুর্দিক…
যখন নীলাকাশ ঝরে পড়ে; সাহসী হয়ে ওঠে পরবাসী ভাইরাস…
আকৃতিগুলো সঠিক করে নিও…
চোখ বন্ধ করেছো বলে কিছুই দেখতে পাচ্ছো না, একথা বিশ্বাস করি না…
অন্ততপক্ষে বাঁধো চোখ.. আমরা তোমাকে ঘিরে ধরতে চাই…
আলোচনা