ঝিঁ ঝিঁ পোকা আর সোনালি ইচ্ছা এক হয়ে মিশে যায়
ঘাসে। ব্যথা কমানোর কোনো আবেদন তখনও জানা যায়নি।
ওপারের হাহাকারে ভীত নয় মাটির শরীর—আশ্রয়হীন বেদনার
গ্লানিতে চোখে ভেজা বালিশ একটুও পাল্টায়নি যেমন,
অসম দূরত্বে গড়া যে দেনা-পাওনা তাতেও লাগেনি করুণার
ছাপ। শুধু কেউ বোঝেনি কেমন করে উল্টে যায় রামের
চ্যালা। এখানে সেখানে শোনা যায় নারায়ণ তুমি হইও না
রামের মতোন। অবুঝের মতো যেও না ঐ পথে—যেখানে
ডিজাইন করা ঢ্যামনা জীবন। আগুনের গায়ে লাগে সূর্যের তাপ
বেদনার মতো করে, অবসর বিকেলে আসে অনাবাদী নিদ্রার ঘোর,
স্বপ্নে—দুরন্ত যুবক দক্ষিণা পেতে চায় রক্তশূন্য নীলাম্বরে
যখন ভারহীন কলমিলতা গৃহহীন ছদ্মবেশী।
আলোচনা