লেটুস পাতার মতো ছড়ানো হৃদয়
আমাকে ফিয়েছো
রকেট পাতার মতো চোখের পাপড়ি
মেলে দিয়েছো আমার জন্য
স্যালমন ফিশের মতো হালকা গোলাপী ঠোঁটের
পরতে আহ্বান গোপন ছিল না।
নেকার ব্রিজের মতো দুই পাড়ের বন্ধনের হাত
স্পর্শ পেয়েছি আমার হাতে
এই হাতেই টলমলে জল ঢেলে দিয়েছো গ্লাসের পর গ্লাস
জলেই বাঁচতে শিখিয়েছো
তুলে দাওনি তোমাদের প্রিয় স্যামপ্যান
আমার জন্য কী দেবে দাও এভাবে অকপট চাওয়া তোমার।
হাইডেল বার্গের লোককন্যা
একটি কবিতা তোমার জন্য থাকবে,
ওখানে আমাকে পাবে, তোমাকেও আমি।
গ্যেটের ফাউস্ট ও আগামীর আমি
কতটুকু আর দূরের বয়ান
ফাউস্ট তবে কী তুমি সময়ের সঙ্গী।
ভেঙে চুরে দূরের সময়
গ্যোটে বিনির্মাণ করে যায়
অতীত ও বর্তমান
সময়ের ভাঙ-চুর ছাপিয়ে ফাউস্ট
তুমি আজ
তুমি আগামীর
তুমি জীবন্ত মানব।
বিশ্বগ্রাম ঘুরে ঘুরে চির নতুন সত্তায়
পৌঁছে গেছো
নরকের দহন জ্বালায় তোমাকে নিয়ে
কতই না হয়েছে পুতুল নাচ।
এখন আমিও খুঁজে পাই
আমার ভেতর
অতৃপ্ত আত্মার মুক্তি
নিজের ঘরের বাতি রেখে
পরের ঘরের জ্বালাই বাতি
বাঁচি মধুর মুহূর্ত সঙ্গে নিয়ে
সবুজের শুশ্রƒষায়…
আলোচনা