হাওরের হাহাকারে ছড়িয়ে আছে
চোখবাহিত অশ্রুকণা—
পচাধানে জড়িয়ে ধরলে পায়ের আঙুল
উন্মাদ বুক চাপড়ে অট্টহাসি দেয়।
সমূহ সোনা ডুবে গেলে জলের ভেতর—
অন্ধ হাঁস হয়ে বসে থাকতে হয়!
হাওরের হাহাকারে ছড়িয়ে আছে
চোখবাহিত অশ্রুকণা—
পচাধানে জড়িয়ে ধরলে পায়ের আঙুল
উন্মাদ বুক চাপড়ে অট্টহাসি দেয়।
সমূহ সোনা ডুবে গেলে জলের ভেতর—
অন্ধ হাঁস হয়ে বসে থাকতে হয়!
আলোচনা